Bangla Synonyms (বাংলা সমার্থক শব্দ সমূহ) Preparation for BCS Exam
সবভাষায়ই একই শব্দের বিভিন্ন সমার্থক শব্দের ব্যবহার রয়েছে। বিভিন্ন সমার্থক শব্দের ব্যবহার ভাষাকে সমৃদ্ধ করে, তাই ভাষার সমার্থক শব্দগুলো সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। এছাড়াও বিভিন্ন চাকুরীর পরীক্ষাসহ, চাকুরী ক্ষেত্রে সমার্থক শব্দের ব্যবহার গুরুত্বপূর্ণ তাই প্রয়োজনীয় কিছু শব্দের সমার্থক শব্দ নিম্নে তুলে ধরা হলঃ
- অগ্নি– আগুন, অনল,হুতাশন, শিখা, পাবক, সর্বভুক, দহন, বহ্নি, বৈশ্বানর, কৃশানু, হোমাগ্নি।
- অশ্ব– ঘোড়া, হয়, বাজী, তুরগ, ঘোটক, তুরঙ্গ, তুরঙ্গম।
- অন্ধকার– আঁধার, তিমির, তমঃ, আন্ধার, আঁধিয়ার, তমিস্র।
- অতিশয়– অতি, অতীব, অতিমাত্র, অধিক, অত্যন্ত, অত্যধিক, পরম, নিতান্ত, সাতিশয়, একান্ত।
- অন্ন– ভাত, ওদন।
- অপবাদ– দুর্নাম, বদনাম, কুৎসা, নিন্দা।
- আনন্দ– হর্ষ, পুলক, আহ্লাদ, সুখ, খুশি, তৃপ্তি, সন্তোষ।
- আদেশ– আজ্ঞা, হুকুম, অনুমতি, উপদেশ, অনুশাসন, অনুজ্ঞা, নির্দেশ।
- আকাশ– খ, গগন, নভঃ, অন্তরীক্ষ, ব্যােম, শূন্য, দ্যুলোক, ছায়ালোক, অনন্ত, আসমান, অম্বর, নভোমন্ডল, দ্যু।
- ইচ্ছা– অভিলাষ, বাঞ্চা, অভিপ্রায়, স্পৃহা, বাসনা, আকাঙ্খা, কামনা, অভিরুচি, সাধ, মনোরথ, আকিঞ্চন, আগ্রহ, লালসা।
- ইতি– শেষ, যবনিকা, সমাপ্তি, রফা, অন্তিম, সাঙ্গ, অবশিষ্ট, অবসান।
- ঈশ্বর– আল্লাহ, খোদা, ইষ্ট, ভগবান, বিধাতা, ধাতা, সৃষ্টিকর্তা, অনন্ত, বিশ্বপতি, বিভু, ব্রহ্ম, পরমাত্মা, জগদীশ্বর, পরমেশ্বর, স্রষ্টা,প্রভু।
- দর্শন– দৃষ্টি, ঈক্ষণ, লোচন, নজর, নয়ন, অক্ষি, চক্ষু।
- ঈর্ষা– বিরাগ, হিংসা, অপ্রীতি, দ্বেষ, অসূয়া, বিদ্বেষ, বৈরিতা, বৈরভাব, পরশ্রীকাতরতা।
- ঢেউ– তরঙ্গ, উর্মি, বীচি।
- উচ্ছেদ– বিনাশ, উৎপাটন, স্থানচ্যুতি, উন্মুলন।
- উগ্র– নিষ্ঠূর, তীক্ষ্ণ, প্রখর,রূঢ়, প্রচন্ড, কর্কশ,তীব্র, ক্রূদ্ধ।
- উজ্জ্বল– আলোকিত, উদ্ভাসিত, ঝলমলে, দীপ্ত, দীপ্তিমান, প্রদীপ্ত, চকচকে, শোভমান, প্রজ্বলিত।
- কর্ণ– কান, শ্রুতি, শ্রবণ, শ্রুতিপথ, শ্রবণবিবর, শ্রোত্র।
- কেশ– চুল, কুন্তল, অলক, কেশদাম, কবরী, কেশপাশ, চিকুর।
- কিরণ– আলো, আলোক, প্রভা, দীপ্তি, জ্যোতি, অংশু, রশ্মি, বিভা, কর, ময়ূখ।
- কপাল– ভাল, ভাগ্য, ললাট, অলিক, নিয়তি, অদৃষ্ট, দৈব।
- জাতি– কুল, বংশ, বর্ণ, গোত্র, গোষ্ঠী, কৌলিন্য, সমাজ।
- কন্যা– মেয়ে, নন্দিনী, দুহিতা, অনয়া, দুলালী, সুতা, আত্মজা।
- ছল– কুহক, ধোকা, প্রতারণা, মায়া, ইন্দ্রজাল, ভেলকি।
- কথা– বচন, উক্তি, বিবৃতি, বক্তব্য, ভাষণ, গল্প, অঙ্গীকার, গদ্য, পরামর্শ, আখ্যান, বাক্য।
- কালো– শ্যাম, শ্যামল, কৃষ্ণবর্ণ, অসিত।
- খবর– সংবাদ, বার্তা, সন্দেশ, ফরমান,সন্ধান, তত্ত্ব, সমাচার।
- খড়্গ– তলোয়ার, কৃপাণ, তবারি, অসি।
- গরু– গো, গাভী, ধেনু, পয়স্বিনী।
- গৃহ– ঘর, বাড়ি, আবাস, ধাম, আলয়, ভবন, নিলয়, নিবাস, কক্ষ, নিকেতন, আশ্রয়, বাসস্থান।
- ঘন– মেঘ, বারিদ, জলধর, অম্বুদ, জলদ, নীরদ, তোয়দ, তোয়ধর, জীমূত, বলাহক।
- চন্দ্র– চাঁদ, সুধাংশু, সুধাকর, শশাঙ্ক, শশধর, শশী, হিমাংশু, বিধু, নিশাকর, সোম, শীতাংশু, হিমকর, ইন্দু, চন্দ্রমা, নিশাপতি, সিতাংশু, মৃগাঙ্ক, কলাধর, কুমুদনাথ, কলাভৃৎ।
- জল– সলিল, বারি, অপ্, উদক, অম্বু, নীর, পয়ঃ, তোয়, পানি, অম্ভঃ,অর্ণঃ।
- জ্যোৎস্না– চাঁদিনী, চাঁদনী, চন্দ্রিমা, কৌমুদী।
- ঝড়– ঝটিকা, বাত্যা, প্রবলবায়ু, ঘূর্ণিবায়ু, ঝঞ্ঝা।
- দেহ– কায়া, গা, গাত্র, তনু, শরীর, অঙ্গ, কায়, কলেবর।
- দোকান– আপন, বিপণি, হাট, পণ্যশালা, পণ্যগৃহ, পণ্যবিচিত্রা, পণ্যনিকেতন।
- দিবস– দিবা, দিনমান, অহন, দিন, অহ্ন, অযামিনী, তমসতাড়িনী।
- দীন– নিঃস্ব, দরিদ্র, সহায়হীন, গরিব, অতি দুঃখী, অর্থহীন, কাতর, হীন, অভাবগ্রস্থ।
- ধন– বিত্ত, অর্থ, সম্পদ, বিভব, বৈভব, বিভূতি, নিধি, ঐশ্বর্য।
- নদী– গাঙ, স্রোতস্বিনী, স্রোতস্বতী, তটিনী, তরঙ্গিনী, প্রবাহিনী, শৈবলিনী, কলস্বিনী, কল্লোলিনী, পয়স্বিনী, নির্ঝরিণী, সরিৎ।
- নারী– মহিলা, স্ত্রীজাতি, পত্নী, অঙ্গনা, ললনা, রমণী।
- নকল– অনুকরণ, অনুসরণ, ভেজাল, প্রতিলিপি।
- পিতা– জনক, বাপ, বাবা, তাত,জন্মদাতা, আব্বা।
- পৃথিবী– ধরা, ধরণী, ধরিত্রী, বসুন্ধরা, বসুধা, ভূ, ভূমন্ডল, অবনী, মহী, বসুমতী, মেদিনী, জগৎ, মর্ত্যলোক, ব্রহ্মাণ্ড, বিশ্ব, অখিল, ভুবন, ভূমি, পৃথ্বী, দুনিয়া, ভূলোক, উর্বী, মরলোক, সংসার, শৈল, অদ্রি, নগ, শৃঙ্গী, শিখরী।
- পাখি– পক্ষী, বিহগ, বিহঙ্গ, খগ, গরুড়, বিহঙ্গম, শকুন্ত, খেচর, দ্বিজ, অন্ডজ, পতত্রী।
- পাপ– পাতক, কলুর, দুষ্কর্ম, দুষ্কৃতি।
- পদ্ম– উৎপল, শতদল, নলিনী, অরবিন্দ, পঙ্কজ, সরোজ, কমল, কুবলয়, তামরস, কুমুদ, রাজীব,পুষ্কর।
- পুত্র– সুত, তনয়, ছেলে, দুলাল, নন্দন, আত্মজ, সূনু, অঙ্গজ।
- পর্বত– মহীধর, পাহাড়, গিরি, অচল, শৈল, ভূধর, অদ্রি, শিখরী, শৃঙ্গী, শুঙ্গধর, মহীধ্র, নগ।
- ফুল– কুসুম, পুষ্প, প্রসূন।
- বায়ু– বাতাস, পবন, অনিল, পবন, হাওয়া, সমীরণ, সমীর, বাত, মরুৎ, মারুত, গন্ধবহ।
- বন– অরণ্য, জঙ্গল, অটবি, কানন, বিপিন, গহন, কুঞ্জ, কান্তার, উপবন, বনানী।
- বৃক্ষ– গাছ, তরু, বিটপী, পাদপ, দ্রুম, মহীরুহ, শৃঙ্গী, শিখরী, শাখী।
- বিদ্যুৎ– বিজলি, তড়িৎ, ক্ষনপ্রভা, সৌদামিনী, চপলা, চঞ্চলা, চিকুর, দামিনী, শম্পা, অচিরপ্রভা।
- বধূ-স্ত্রী, পত্নী, সহধর্মিণী, অর্ধাঙ্গিনী, দার, কলত্র, অঙ্গনা, বনিতা, জায়া, গৃহিণী, গিন্নি, দারা।
- বস্ত্র– বসন, বাস, পরিধেয়, অম্বর, কাপড়, পরিচ্ছেদ, পোশাক।
- মাতা– জননী, মা, অম্বা, প্রসূতি, গর্ভধারিণী, জন্মদাতৃ, আম্মা।
- মৃত্যু– ইন্তেকাল, অন্ত, বিনাশ, মরণ, নাশ, নিধন, নিপাত, পরলোকগম্ন, স্বর্গ্লাভ, দেহত্যাগ, চিরবিদায়, শেষ নিঃশ্বাস ত্যাগ।
- রাজা– নৃপেন্দ্র, নৃপতি, নরেশ, ভূপতি, ভূপ, নরপতি, ভূপাল, মহীপাল, দন্ডধর, রাজ্যপাল, নরপাল, নরেন্দ্র, নৃপ, মহীনাথ, মহীন্দ্র, বাদশা, সম্রাট।
- রাত্রি– নিশি, রাত, নিশা, রজনী, শর্ব্রী, যামিনী, ক্ষণদা, নিশীথিনী, ত্রিযামা।
- শত্রু– প্রতিপক্ষ, বৈরি, রিপু, অরি, অরাতি।
- সূর্য– রবি, ভানু, ভাস্কর, আদিত্য, দিবাকর, তপন, দিনমণি, মার্তন্ড, অর্ক, সবিতা, পুষা, সবিতা, সুর, প্রভাকর, বিভাবসু, মিহির, অরুণ, বিভাকর, হরিদশ্ব, কিরণমালী।
- সমুদ্র– সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি, বারীশ, উদধি, অর্ণব, অম্বুধি, পায়োধি, জলনিধি, নীলাম্বু, পাথার, বারীন্দ্র, জলধর, অম্বুনিধি, তোয়নিধি, বারিনিধি।
- সর্প– সাপ, ফণী, ভুজঙ্গ, ভুজগ, অহি, নাগ, উরগ, আশীবিষ, ফণাধর, বিষধর, বায়ুভুক, ফণধর।
- সুন্দর– মনোহর, মনোরম, শোভন, সুদৃশ্য, চারু, রমনীয়, রম্য।
- স্বর্গ– বেহেশত, সুরলোক, অমরাবতী, দ্যুলোক, দেবলোক।
- সোনা– কনক, স্বর্ণ, কাঞ্চন, হিরন্য, সুবর্ণ, হেম, হিরণ।
- সাদা– সিত, শ্বেত, শুভ্র, শুচি, নির্মল, ধবল, সফেদ।
- সিংহ– পশুরাজ, কেশরী, মৃগেন্দ্র, মৃগ্রাজ, হরি, হর্ষক্ষ।
- সমূহ– গণ, বৃন্দ, চয়, নিচয়, সমুদয়, বর্গ, মালা, রাজি, স্কল।
- হস্ত– বাহু, ভূজ, কর, হাত, পাণি।
- হস্তী– হাতি, করী, দ্বিপ, মাতঙ্গ, বারণ, গজ, কুঞ্জর, দন্তী, দ্বিরদ।
35th Preliminary question, 35th Written questions, 36th BCS preliminary question, 36th Bcs written exam questions, 37th BCS preliminary Question, 37th Bcs Written questions, 38th BCS Questions, 38th BCS Written Exam Question Bangla, 39th BCS Exam, 39th BCS Preliminary Exam Question, 39th BCS written, 40th BCS Exam Questions, 40th BCS Preliminary Exam Question, 40th BCS written exam question,, 41st BCS Preliminary EXAM Question, 41st BCS Written Exam Questions, 41th BCS Exam, 43rd BCS EXAM, 43rd BCS Preliminary Exam Question, 43rd Written BCS exam Question, 44th BCS exam question, 44th BCS Written Exam Question, 45th BCS Exam, 45th Bcs preliminary exam question, 46th BCS Exam, Bangla Grammar, BCS Exam