BCS written Preparation (Bangla) (বাংলা)
বাংলা ব্যাকরণ
ব্যাকরণঃ ব্যাকরণের ব্যুৎপত্তি গত রূপ- বি+আ+কৃ+অন। এর মূল অর্থ- “বিশেষভাবে বিশ্লেষণ”।
বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়াবলীঃ
- ধ্বনিতত্ত্বঃ এটি মূলত ধ্বনি, উচ্চারণনীতি, উচ্চারণের স্থান, ধ্বনি পরিবর্তন, সন্ধি, ণ-ত্ব ও ষ-ত্ব বিধান ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- শব্দতত্ত্বঃ এটি মূলত শব্দ, শব্দের গঠন, বচন, লিঙ্গ, কারক, পুরুষ, উপসর্গ, প্রত্যয়, বিভক্তি, সমাস, ক্রিয়া প্রকরণ ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- বাক্যতত্ত্বঃ এটি মূলত বাক্যের সঠিক গঠন প্রণালি, পদক্রম, পদের স্থান, পদ পরিবর্তন, বাগধারা, বাক্য সংযোজন, বাক্য সংকোচন, প্রবাদ- প্রবচন, বিরামচিহ্ন ইত্যাদি নিয়ে আলোচনা করে।
- ছন্দ ও অলংকার প্রকরণ
- অর্থতত্ত্ব
- অভিধানত্ত্ব
১ম তিনটি সাধারণ আলোচনার বিষয়, পরের তিনটিসহ ৬টি সার্বিক আলোচনার বিষয়।
বাংলা বর্ণমালাঃ
স্বরবর্ণ | ১১ টি | ||||||||
অ (o) | আ (a) | ই (i) | ঈ (I) | উ (u) | ঊ (U) | ঋ (rri) | এ (e) | ঐ (OI) | ও (O) |
ঔ (OU) | |||||||||
ব্যঞ্জনবর্ণ | ৩৯টি | ||||||||
ক (k) | খ (kh) | গ (g) | ঘ (gh) | ঙ (Ng) | চ (c) | ছ (ch) | জ (j) | ঝ (jh) | ঞ (NG) |
ট (T) | ঠ (Th) | ড (D) | ঢ (Dh) | ণ (N) | ত (t) | থ (th) | দ (d) | ধ (dh) | ন (n) |
প (p) | ফ (ph) | ব (b) | ভ (v) | ম (m) | য (z) | র (r) | ল (l) | শ (sh) | ষ (Sh) |
স (s) | হ (h) | ড় (R) | ঢ় (Rh) | য় (y) | ৎ (t“) | ং (ng) | ঃ (:) | ঁ (^) |
স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘কার’ যেমন আ= া ( আ-কার), ই= ি (ই -কার), ঈ= ী (ঈ- কার), উ= ু (উ- কার), ঊ= ূ (ঊ- কার), ঋ= ৃ (ঋ-কার), এ= ে (এ-কার), ঐ= (ৈ কার), ও= ো (ও-কার), ঔ= ৌ (ঔ-কার)।
ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ‘ফলা’ যেমনঃয= ন্যায্য (য-ফলা যুক্ত শব্দ), র= ট্রাক (র ফলা যুক্ত শব্দ), ব= নিঃস্ব (ব ফলা যুক্ত শব্দ), র= নির্ভর (র ফলা/রেফ যুক্ত শব্দ), ম= জন্ম ( ম ফলা যুক্ত শব্দ), ন= নিম্ন (ন ফলা যুক্ত শব্দ), ল= কল্লোল (ল ফলা যুক্ত শব্দ)।
মৌলিক স্বরধ্বনি ৭ টি (অ,আ,ই,উ,এ, অ্যা,ও)
পূর্ণমাত্রা বিশিষ্ট বর্ণঃ ৩২ টি (২৬ টি ব্যঞ্জনবর্ণ + ৬ টি স্বরবর্ণ)
অর্থমাত্রা বিশিষ্ট বর্ণঃ ৮টি (৭ টি ব্যঞ্জনবর্ণ + ১টি স্বরবর্ণ)
মাত্রাহীন বর্ণঃ ১০ টি (৬ টি ব্যঞ্জনবর্ণ + ৪টি স্বরবর্ণ)
পরাশ্রিত বর্ণঃ ৎ , ং , ঁ , ঃ